জেলা শিল্পকলা একাডেমি, মৌলভীবাজার জাতীয় আশা-আকাঙ্খার সঙ্গে সঙ্গতি রেখে জাতীয় সংস্কৃতি ও কৃষ্টির উন্নয়ন, ললিতকলার, সমৃদ্ধি, প্রসার ও উন্নয়নের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা সৃষ্টি করে ১৬ কোটি মানুষের মধ্যে শিল্প-সংস্কৃতির প্রবাহ তৈরি করে ‘সৃজনশীল বাংলাদেশ’ শ্লোগান নিয়ে কাজ করে থাকে।
গত অর্থবছরগুলোতে জাতীয় গুরুত্বপূর্ণ দিবসের সাথে সাথে অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মসূচি যেমন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা, রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তীসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন জেলা শিল্পকলা একাডেমি মৌলভীবাজারের মাধ্যমে করা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক আয়োজিত মহান মুক্তিযুদ্ধ ভিত্তিক জাতীয় নাট্যোৎসব ২০১৩, স্বপ্ন ও দ্রোহের জাতীয় নাট্যোৎসব ২০১৪, সাহিত্য নির্ভর নাট্যোৎসব ২০১৫, মূল্যবোধের নাটক নির্মাণ ২০১৬ এ অংশগ্রহণ, জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০১৩, ২০১৪, ২০১৫, ২০১৬, ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০, ২০২১ প্রদান অনুষ্ঠান আয়োজন, বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, কর্মশালা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও উৎসব, চলচ্চিত্র উৎসব আয়োজন, আবৃত্তি, সংগীত, নৃত্য, বাউল গানের আসর, চারুকলা শিল্পের বিভিন্ন শাখায় জেলার শিশু, কিশোর, যুব ও প্রবীণদের অংশগ্রহণে শিল্পযজ্ঞের আয়োজন করা হয়েছে।
জেলা ও উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়গুলোতে শুদ্ধ জাতীয় সংগীতের প্রশিক্ষণ, চলচ্চিত্র উৎসব আয়োজন, আর্ট ডিরেক্টরি নির্মাণ, জেলা শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্য দল গঠন, ফোকলোর সেল গঠন, ক্ষুদ্র নৃগোষ্ঠি সেল গঠন, স্কুল-কলেজে নিয়মিত মাসিক পাঠচক্র ও চলচ্চিত্র প্রদর্শনী, ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গিবাদবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী আয়োজন, প্রশিক্ষণ বিভাগ চালু ইত্যাদি।