বিস্তারিত
নাটকের নাম -- "কালো শ্রাবণের ডায়েরি"
নাট্যকার - মোস্তাক আহমেদ ( Mustak Ahmed)
মৌলভীবাজারের অভিনয় শিল্পীদের আহ্বান করা হচ্ছে,
যুক্ত হোন একটি ঐতিহাসিক কাজের সাথে।
অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবর্ষ উপলক্ষে অচিরেই জেলা শিল্পকলা একাডেমি, মৌলভীবাজারের ব্যবস্থাপনায় সিলেটের তরুণ প্রতিশ্রুতিশীল নাট্যকার মোস্তাক আহমেদের রচনায় 'কালো শ্রাবণের ডায়েরি' একটি মঞ্চনাটক নির্মিত হতে যাচ্ছে।
নাটকের বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।
নাটকে "অভিনয়ে" আগ্রহী শিল্পীদের জেলা শিল্পকলা একাডেমির মেসেঞ্জারে আগামী ৫ই ফেব্রুয়ারীর মধ্যে নিজেদের তথ্য জানিয়ে (নাম, বয়স, মোবাইল নাম্বার, অভিনয় ও কাজের অভিজ্ঞতা বর্ণনা) যোগাযোগ করার আহ্বান জানানো হলো। নাটকে সঙ্গীত ও কোরিওগ্রাফি ব্যবহৃত হবে তাই অভিজ্ঞ সঙ্গীত ও নৃত্যশিল্পীরাও আবেদন করতে পারবেন।
বয়সের সময়সীমা নারী-পুরুষ (১৪-৫০ বছর)। অভিনয়ে আগ্রহী, অভিজ্ঞ ও থিয়েটারে যারা নিয়মিত কাজ করেন তাদের অগ্রাধিকার দেয়া হবে।