Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মহান শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস-২০২০ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
বিস্তারিত
আজ মহান একুশে ফেব্রুয়ারি-২০২০। বাঙালির মাতৃভাষা রক্ষায় আত্মত্যাগের গৌরবোজ্জ্বল দিন। ১৯৫২ সালের এইদিনে তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর ১৪৪ ধারা তথা রক্তচক্ষুকে ভ্রুকুটি করে গুলির সামনে বুক চিতিয়ে দিয়ে মায়ের ভাষার সম্মান ও সম্ভ্রম রক্ষার ঐতিহাসিক দিন। জাতি আজ সেই অমর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছে। তারই অংশ হিসেবে আজ সকালে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে জেলা শিল্পকলা একাডেমি, মৌলভীবাজার। জেলা প্রশাসন,মৌলভীবাজার এর সারাদিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় মুজিব বর্ষ উদযাপন মঞ্চে আয়োজন করে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থীর হাতে পুরস্কার ও সনদ তুলে দেন উক্ত অনুষ্ঠানের অতিথিরা। তারপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমি শিল্পীরা কবিতা আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশন করে। অনুষ্ঠানটির সমন্বয়ে ছিলেন জেলা কালচারাল অফিসার জ্যোতি সিনহা ও উপস্থাপনায় ছিলেন আবৃত্তি বিভাগের প্রশিক্ষক সুশিপ্তা দাশ। আজকের আয়োজনে মঈন উদ্দিন একাডেমির শিল্পীদের পাশাপাশি সকল কলাকৌশলীদের ধন্যবাদ জানিয়েছেন জেলা শিল্পকলা একাডেমি কালচারাল অফিসার জ্যোতি সিনহা।
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
21/02/2020
আর্কাইভ তারিখ
20/03/2020