(১) বিষয় : ই-ফাইল (নথি) বিষয়ক কর্মশালা । স্থান : জেলা সার্কিট হাউজ, মুন হল, মৌলভীবাজার। তারিখ : ২৫, ২৬ সেপ্টেম্বর ও ২, ৩ অক্টোবর সময় : সকাল ০৯:৩০-০৫:০০ ঘটিকা ১. গত ২৫/০৯/২০১৯ খি. হতে ২৬/০৯/২০১৯ খ্রি. পর্যন্ত এবং গত ০২/১০/২০১৯খ্রি. হতে ০৩/১০/২০১৯ খ্রি. তারিখ পর্যন্ত সকাল ৯:৩০ হতে বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে দুদিনব্যাপী ই-ফাইল(নথি) কর্মশালার প্রশিক্ষণ প্রদান করা হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় জেলা শিল্পকলা একাডেমি, মৌলভীবাজার এর কালচারাল অফিসার ও অফিস সহকারী কাম-কম্পিউটার ই-নথি বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করে। দিনব্যাপী উক্ত প্রশিক্ষণ কর্মশালায় অনলাইন আবেদন, ই-মেইলে পত্রজারি, স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধন বহিসমূহ হালনাগাকরন, বিভিন্ন অফিসে নথি প্রেরণের সুবিধা, অফিস ড্যাশবোর্ড বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
(২) বিষয় ঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘আমার প্রস্তাব, আমার প্রত্যয়’ কার্যক্রম। স্থান ঃ মৌলভীবাজার সরকারি কলেজ, ইম্পিরিয়াল কলেজ, শাহ মোস্তফা কলেজ, মৌলভীবাজার। তারিখ ঃ ১৬/১০/২০১৯ খ্রি: ২০/১০/২০১৯ খ্রি. সময় ঃ সকাল ১১:০০ ঘটিকা ১. “জাতীয় পতাকা হাতে স্পন্দিত বুকে মনে হয় আমিই মুজিব” শ্লোগানকে ধারণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে দেশব্যাপী গবেষণা ভিত্তিক তথ্য ছক “আমার প্রস্তাব, আমার প্রত্যয়” কার্যক্রমটি গত ১৬ই অক্টোবর পর্যন্ত মৌলভীবাজার জেলার বিভিন্ন বিদ্যালয়ে বিতরণ করা হয়েছে। এর আলোকে ধারাবাহিক ভাবে মৌলভীবাজার সরকারি কলেজে, শাহমোস্তাফা কলেজ, ইম্পিরিয়াল কলেজসহ সংশ্লিষ্ট কলেজে শিক্ষক/শিক্ষার্থীদের মাঝে তথ্য ছক আমার প্রস্তাব, আমার প্রত্যয় ফর্মটি পূরন করা হয়। এ পর্যন্ত প্রায় ২,৩০০টি ফর্ম পূরণ করে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
(3) বিষয় : নির্মাণাধীন ভবন পরিদর্শন গত ২৮/১০/২০১৯ খ্রি. তারিখ দুপর ৩ঃ০০ ঘটিকায় পিডি জনাব মাইনুর রহিম মহোদয় জেলা শিল্পকলা একাডেমি, মৌলভীবাজার এর নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন।
(৪) বিষয় : জেলা শিল্পকলা একাডেমি, মৌলভীবাজার এর মাসিক প্রশিক্ষক সভা। স্থান ঃ জেলা শিল্পকলা একাডেমি, মৌলভীবাজার। তারিখ ঃ ৩০/১০/২০১৯ খ্রি: সময় ঃ সকাল ০৯:০০ ঘটিকা ১. গত ৩০/১০/২০১৯ খি. তারিখ রোজ বুধবার সকাল ০৯:০০ ঘটিকায় জেলা শিল্পকলা একাডেমি, মৌলভীবাজার এর অফিস কক্ষে “মাসিক প্রশিক্ষক সভা” অনুষ্ঠিত হয়। ২. উক্ত মাসিক প্রশিক্ষক সভায় জেশিএ, মৌলভীবাজার এর প্রশিক্ষণ বিভাগের প্রত্যক প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। ৩. জেলা শিল্পকলা একাডেমি, মৌলভীবাজার এর কালচারাল অফিসার জ্যোতি সিনহার সভাপতিত্বে বিভিন্ন কর্মসূচী নিয়ে আলোচনা করেন এবং প্রত্যেক বিভাগের প্রশিক্ষকদের করনীয় নিয়ে দিক নির্দেশনা প্রদান করেন।
(৫) বিষয় ঃ জেলা শিল্পকলা একাডেমি, মৌলভীবাজার এর কর্মকর্তা/কর্মচারী/প্রশিক্ষকদের আইসিটি প্রশিক্ষণ কর্মশালা । স্থান ঃ জেলা শিল্পকলা একাডেমি, মৌলভীবাজার। তারিখ ঃ ৩০/১০/২০১৯ খ্রি: সময় ঃ সকাল ১০:৩০-০৫:০০ ঘটিকা গত ৩০/১০/২০১৯ খি. তারিখ রোজ বুধবার সকাল ১০:৩০ ঘটিকা হইতে জেলা শিল্পকলা একাডেমি, মৌলভীবাজার এর অফিস কক্ষে কর্মকর্তা,কর্মচারী ও প্রশিক্ষকদের তথ্য প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়। দিনব্যাপী উক্ত প্রশিক্ষণ কর্মশালায় অনলাইন সিষ্টেম, এস এম এস, ই-মেইল, ফেইসবুকিং, হোয়াট অ্যাপ, মেসেঞ্জার ব্যবহারের প্রশিক্ষণ দেয়া হয়। জেলা শিল্পকলা একাডেমি, মৌলভীবাজার এর প্রশিক্ষণ বিভাগের সকল প্রশিক্ষক ও কর্মচারীরা উক্ত কর্মশালায় অংশগ্রহন করে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস