শিরোনাম
নদীকেন্দ্রিক সাংস্কৃতিক অনুষ্ঠান
বিস্তারিত
তেরশত নদীর বুকে ভেসে থাকা বাংলাদেশের প্রতিটি নদীর কুল ঘেঁষে গড়ে উঠেছে সভ্যতা, সেই সাথে প্রতিটি নদীর সুমিষ্ট জল, হাওয়া, স্রোতের টান আর নরম পলি মাটি আবহমান কাল ধরে বাংলাকে দিয়েছে অগণিত বাউল যাদের কণ্ঠে ধ্বনিত হয়েছে দেহতত্ব থেকে শুরু করে শ্রীকৃষ্ণ কীর্তন, গাজীর গান সহ গোটা বাংলার প্রতিটি অঞ্চলে লুকিয়ে থাকা রত্নের মতো সংস্কৃতি। নদী-একূল ভেঙে ওকূল গড়েছে, করছে উর্বর পলিমাটি।নদী যেমন দিয়েছে আনন্দ তেমনি বেদনা।
সুধী
কার্তিকের (৬ই নভেম্বর) এক মিষ্টি বিকেলে মৌলভীবাজার মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ,চাঁদনীঘাট মনু নদীর তীরে একঝাঁক শিল্পীর কন্ঠে নদীর গান,কবিতা ও নৃত্যের ছন্দ নিয়ে আমরা আসছি আপনাদের মন রাঙাতে। তাই চলে আসুন বিকাল ৩ঃ০০ ঘটিকায় আমাদের সাথে,,থাকছে জলের গান,কবিতা,নৃত্য এবং উক্ত নদী ঘিরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা।