Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
নদীকেন্দ্রিক সাংস্কৃতিক অনুষ্ঠান
বিস্তারিত
নদীকেন্দ্রিক সাংস্কৃতিক অনুষ্ঠান গত ৬ই নভেম্বর বিকেল ৩টায় মৌলভীবাজার জেলার মনু নদীর পাড়ে চাদঁনীঘাট ব্রিজের কাছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে মৌলভীবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি আয়োজনে অনুষ্ঠিত হল ‘নদীকেন্দ্রিক সাংস্কৃতিক অনুষ্ঠান’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য জনাব নেছার আহমদ, সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বেগম মল্লিকা দে, বিশেষ অতিথিদের মাঝে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জনাব আজিজুর রহমান, চেয়ারম্যান, জেলা পরিষদ, প্রফেসর ড.মোঃ ফজলুল আলী, অধ্যক্ষ, মৌলভীবাজার সরকারি কলেজ, বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, সাবেক কমান্ডার, মৌলভীবাজার মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট, মৌলভীবাজার এবং অত্র অঞ্চলের বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম.এমদাদুল হক মিন্টু স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট অঞ্চলে পদার্পণের শতবর্ষপূর্তি উপলক্ষে কবিকে স্মরণ করে ‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর’ গানটি পরিবেশন করা হয়। আলোচনা সভায় আলোচকবৃন্দ নদীকে ঘিরে যে বাংলা সভ্যতা ও সংস্কৃতির বিকাশ ঘটেছে তাকে পুর্নসংরক্ষণের দাবি জানিয়েছেন এবং নদীকেন্দ্রিক সংস্কৃতিকে আবারো পুনরুজ্জীবিত করার উদ্যোগের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমি তথা জেলা শিল্পকলা একাডেমিকে ধন্যবাদ জানিয়েছেন। আলোচনা পর্বের পর সাংস্কৃতিক অনুষ্ঠানে নদীভিত্তিক গান, নৃত্য, কবিতা, একক অভিনয় , লোকগান, বাউলগান পরিবেশন করা হয়। এছাড়া উক্ত অনুষ্ঠানে নদীকে কেন্দ্র করে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়, আয়োজন শেষে উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন ।
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
07/11/2019
আর্কাইভ তারিখ
28/12/2019