বিষয় ঃ আগস্ট-২০২২ মাসের মাসিক প্রতিবেদন
১. জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩ তম জন্মবার্ষিকী পালন :
গত ০৫/০৮/২০২২খ্রি. তারিখ সকাল ১১ঃ০০ ঘটিকায় বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মৌলভীবাজারের কমিটি, কর্মকর্তা-কর্মচারী-প্রশিক্ষকবৃন্দ ও শিল্পীরা প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কবিতা পাঠ ও স্মৃতিচারণ অনুষ্ঠান আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জনাব এম এমদাদুল হক মিন্টু, এছাড়া অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সঙ্গীত প্রশিক্ষক রুবিনা মাহমুদ, সুপ্রিয়া মিশ্র ও ইপা বড়ুয়া, সমিরণ চক্রবর্তী, প্রসাদ দাশ।
২. ৮ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী
বঙ্গবন্ধুর সব লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যের প্রেরণাদানকারী ছিলেন বেগম ফজিলাতুন্নেছা মুজিব। গত ৮ ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী। দিনটি উদযাপন লক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমি মৌলভীবাজার এর আয়োজনে পরিবেশিত হয় কবিতা পাঠ। এতে জেলা শিল্পকলা একাডেমি শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি পরিবেশন করে।
৩. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন।
গত ১৩ আগস্ট ২০২২ খ্রি. তারিখে বিকাল ৪ঃ০০ ঘটিকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি, মৌলভীবাজার কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন- প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮০ জনের মত শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
৪. স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ পালন
গত ১৫ আগস্ট ২০২২ খ্রি. তারিখে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ পালন করা হয়েছে। প্রথমে সকালে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিকাল ৪.৩০ মিনিটি চলচ্চিত্র ‘আগস্ট ১৯৭৫’ জেলা শিল্পকলা একাডেমি, মিলনায়তনে পরিবেশিত হয়। এরপরে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মীর নাহিদ আহসান, জেলা প্রশাসক ও সভাপতি, জেলা শিল্পকলা একাডেমি, মৌলভীবাজার।
৫. শিল্পী ও প্রতিষ্ঠানের ডাটাবেজ কার্যক্রম :
মৌলভীবাজারের সক্রিয় শিল্পী ও প্রতিষ্ঠানের তালিকা প্রস্তুতের জন্য কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রচারণার কাজও চলছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস